চাঁদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত কচুয়া উপজেলার পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুর্ধ্ব ১৬ মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ব্যতিক্রমী মাদক বিরোধী এ ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন এবং পুরস্কার বিতরণ করেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নিলীমা আফরোজ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজ্বী আব্দুল হাই মুন্সীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো: জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান,উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সনতোষ চন্দ্র সেন ।
বক্তব্য রাখেন, পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন।
খেলায় আইনগিরী উচ্চ বিদ্যালয় কে ৮-০২ গোলে হারিয়ে পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। পরে অতিথি বৃন্দ বিজয়ীদের ও রানার্স আপদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur