২০২১-২০২২ অর্থ বছরে তেল জাতীয় ফসলের বৃদ্ধি উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়ায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে বুধবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কচুয়া হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয় মাঠে বারি সরিষা-১৪ জাত নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চলের মনিটরিং অফিসার মো. আবু তাহের।
উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন পরিচালনায় এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু মহন সরকার ও কচুয়া পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তেল ফসল শস্য বিন্যাসে যুক্ত এবং ধান উৎপাদন করতে হলে সরিষার জাত হিসেবে বারি সরিষা ১৪ এবং বারি সরিষা ১৭ জাতের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য যে, শস্য বিন্যাস ভিত্তিক এই প্রকল্পের আওতায় কচুয়া উপজেলার বিভিন্ন ব্লকে ৪২টি প্রদর্শনী স্থাপন করা হয়। সভায় ৭০জন কৃষক উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ মে ২০২২