টাঁদপুরের কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের লষ্করি-দোয়াটি গ্রামের মধ্যঅঞ্চলের মাছের খামার থেকে সদ্য দেশে ফেরত প্রবাসী রিপন সরকার (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রিপন সরকার দোয়াটি গ্রামের সাধু বাড়ির সহদেব সরকারের পুত্র। গতকাল সোমবার সকালে খামারের মালিক আব্দুল মালেক খামারের পশ্চিম পাড়ে রিপনের লাশ দেখতে পেয়ে কচুয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ভাই তাপস সরকার দাবী করেন, পূর্ব পরিকল্পনায় আমার ভাই রিপনকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করা হয়েছে। তার পেটে ও চোখে কোপের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur