চাঁদপুর কচুয়ায় রাগদৈল বাজারে এক কেজি গাজা সহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(২৩ সেপেটম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ
অভিযান চালানো হয়।
সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ আফসার উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
আটককৃতরা হচ্ছে, কচুয়া উপজেলার রাগদৈল গ্রামের আব্দুল মতিনের পুত্র মিজানুর রহমান (৪০) ও কুমিল্লা দাউদকান্দি উপজেলার সবদলপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র মোখলেছুর রহমান (৩৩)।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur