Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ভোটকেন্দ্রে হামলার প্রতিবাদে বিক্ষোভ
ভোটকেন্দ্রে

কচুয়ায় ভোটকেন্দ্রে হামলার প্রতিবাদে বিক্ষোভ

কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের পূর্ব-সাহেদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ৫ জানুয়ারী ইউপি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রভাব খাটিয়ে পরাজিত ইউপি সদস্য প্রার্থী জহিরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় হামলাকামীদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

৮ জানুয়ারি শনিবার বিকেলে এলাকাবসীর আয়োজনে প্রতিবাদ মিছিলটি নলুয়া পশ্চিম বাজার থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিন শেষে পুনরায় পশ্চিম বাজারে এসে শেষ হয়।

এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. মাসুদুল হাসান পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য দেন,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আলী আকবর শেঠ,নব-নির্বাচিত ইউপি সদস্য মিন্টু মিয়া, আওয়ামীলীগ নেতা আবু তাহের, মো. দেলোয়ার হোসেন ফরাজী,সাবেক ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা পূর্ব সাহেদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ভোট কেন্দ্রটি পূর্বের স্থানে অর্থাৎ পশ্চিম সাহেদাপুর সরকারী বিদ্যালয়ে স্থাপনের জোর দাবী জানান।

উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারী ইউপি নির্বাচনের দিন বিকেলে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের পূর্ব-সাহেদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর নেতাকর্মীদের হামলায় আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক মুক্তার, শামসুল আলম, যুবলীগ নেতা হাসান, সোহাগ, বাদল, ছাত্রলীগ নেতা রাব্বী, শাকিল ও আলাউদ্দিন সহ কয়েকজন গুরুতর আহত করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ জানুয়ারি ২০২২