চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুরে ভেনাস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ইউনিট কার্যালয়ের সোমবার (১৮ এপ্রিল) উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ভেনাস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিএম রাজা’র সভাপতিত্বে ও কচুয়া শাখা পরিচালক মোঃ ওমর খৈয়াম বাগদাদী (রুমি)’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-শ্রীরামপুর মোহাম্মাদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল আলম মজুমদার, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মোঃ ওয়াহিদুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দীন ভুইয়া, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য রাখেন-কোম্পানির এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন। এসময় কড়ইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক শাম্স মিঠু, তেতৈয়া সপ্রাবি’র সিনিয়র শিক্ষক মোঃ আবুল খায়ের, ইউপি সদস্য গোলাম মোস্তফা, ছাত্রলীগ নেতা সুমন সিকদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author]
: আপডেট ৬:২৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur