Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ভূমিহীন কৃষকের সঙ্গে এ কেমন শত্রুতা
কচুয়ায় ভূমিহীন

কচুয়ায় ভূমিহীন কৃষকের সঙ্গে এ কেমন শত্রুতা

চাঁদপুর কচুয়া উপজেলার পালাখাল কলেজ সংলগ্ন এলাকায় ভূমিহীন এক কৃষকের জমির সবজি গাছের গোড়া কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতের কোনো এক সময় কে বা কাহারা উপজেলার পালাখাল কলেজ সংলগ্ন মাঠে এ সব সবজির গাছ কেটে ফেলে।

জানা যায়, উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল গ্রামের অধিবাসী আব্দুস সাত্তার মিয়ার ছেলে ভূমিহীন কৃষক বিল্লাল হোসেন ৩০ শতাংশ জমির উপর বিভিন্ন জাতের সবজি চাষাবাদ করে আসছে। বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋন নিয়ে তিনি জমি পোষানী নিয়ে বছর খানেক ধরে সবজি আবাদ করে আসছেন।

কিন্তু কে বা কাহারো রাতের আধাঁরে শত্রুতার জের ধরে বিভিন্ন জাতের সবজির চারা গুলো কেটে ফেলে। এতে করে কৃষক বিল্লাল হোসেনের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এদিকে কৃষক মো: বিল্লাল হোসেন বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে আমি সবজি চাষাবাদ করছি। তবে কে বা কাহারা আমার সব সবজির চারা কেটে দিয়েছে। আমি এখন এনজিও’র ঋন পরিশোধ করতে বিপাকে পড়েছি। তবে যারা আমার ক্ষতি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

জমির পাশ্ববর্তী দোকানদার আজাদ জানান, বিল্লাল হোসেন অনেক কষ্ট করে তার সবজি জমি গুলো চাষাবাদ করছে। শুক্রবার সকালে এসে দেখি বিল্লাল হোসেন জমির উপর কান্নাকাটি করছে। জমির সব সবজিগুলো কে বা কাহারা কেটে দিয়েছে। তবে যারা এ কাজটি করেছে তার মানুষের আওতায় পড়ে না।

যারা কৃষকের ক্ষতি করেছে তদন্তপূর্বক করে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন তিনি।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২৪ জুলাই ২০২০