কচুয়া

কচুয়ায় ভারি বর্ষণে রাস্তা ধসে পড়েছে

ভারি বর্ষণে চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর-দিঘালিয়া রাস্তার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় সংলগ্নে প্রায় ৩০ফুট অংশের রাস্তা পাশের খুনুয়ার দীঘিতে ধসে পড়েছে। ধসে পড়া স্থানের ছোট বড় কয়েকটি রেইনট্রি গাছ ও উপড়ে পড়েছে।

ধসে পড়ার পর রাস্তার অবশিষ্ট সরু অংশ দিয়ে সম্পূর্ণ দূর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। উক্ত রাস্তাটি কচুয়া ও বরুড়া এ দুই উপজেলার সংযোগকারী রাস্তা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। ট্রাক, প্রাইভেটকার, সিএনজি, নসিমন, বটবটি ও রিক্সা ইত্যাদি যানবাহন চলাচলের দিক থেকে এটি খুবই ব্যাস্ততম রাস্তা।

যান চলাচলের গুরুত্ব বিবেচনা করে ধসে পড়া রাস্তার অংশ জরুরী ভিত্তিতে মেরামত করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, ধসে পড়া রাস্তা শিগগিরই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ জুলাই ২০২০

Share