চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে ভাতিজা শরীফ হোসেন তার আপন চাচা ফারুক হোসেন (৩২) কে চুরিকাঘাত করলে পরদিন শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফারুক হোসেন উপজেলার সহদেবপুর গ্রামের আফিজ উদ্দিনের ছেলে ও ঘাতক ভাতিজা শরীফ হোসেন একই বাড়ীর নবীর হোসেনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, শরীফ হোসেন শুক্রবার তার সদ্য বিবাহিত স্ত্রীকে মারধর করতে গেলে তারা বাবা নবীর হোসেন বাঁধা দিলে তাকে মারধর করে। এক পর্যায়ে চাচা ফারুক হোসেন এগিয়ে এসে বাঁধা দিলে শরীফ হোসেন উত্তেজিত হয়ে তাকে চুরি দিয়ে আঘাত করে।
পরবর্তীতে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি। ঘটনার পর বখাটে শরীফ হোসেন এলাকা ছেড়ে পালিয়েছেন। এদিকে নিহত ফারুক হোসেনের হত্যাকারী বখাটে শরীফ হেসেেেনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।
কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং অভিযুক্ত যুবক শরীফ হোসেনকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur