উপজেলা সংবাদ

কচুয়ায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

জিসান আহমেদ নান্নু, কচুয়া | আপডেট: ০৭:৪৩ অপরাহ্ণ, ০৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার

সারা দেশের ন্যায় কচুয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের বৃহত্তম উৎসব পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টামী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে র‌্যালী, শোভা-যাত্রার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন- কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল। পরে বঙ্গবন্ধু কলেজ গেইট থেকে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র, ব্যনার, পোস্টার, মোটর সাইকেল ও পিক-আপভ্যানে সুসজ্জিত বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

উপজেলা পূজা উদযাপন ও জন্মাষ্টমী পরিষদের উদ্যোগে সুশৃঙ্খল ও বিশাল বর্ণাঢ্য র‌্যালীটি কচুয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আকনিয়া বাইপাস সড়ক হয়ে উপজেলা পরিষদ হয়ে কড়ইয়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে এসে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

কচুয়া : কড়ইয়া সার্বজনীন দুর্গা মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ধর্মীয় আলোচনা সভায় সংগীত পরিবেশন করছেন দিপা সাহা।

জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার করে’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডাঃ মানিক মজুমদার সোহাগ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দারের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সন্তোষ চন্দ্র সেন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিকাশ সাহা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আহসান হাবিব প্রাঞ্জল ও উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম স্বপন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণিভূষণ মজুমদার তাপু।

অনুষ্ঠান শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ সাহা’র কন্যা দিপা সাহা ধর্মীয় সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন।

একই দিনে সাচার, পালাখাল, দোয়াটি, মেঘদাইর, তুলপাই, ডুমুরিয়া, বায়েক, বিতারা, রহিমানগর, উত্তর শিবপুর, জগতপুরসহ বেশ কিছু স্থানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share