কচুয়া

কচুয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চাঁদপুরে কচুয়া উপজেলার দহুলিয়া গ্রামে ২০ সেপ্টেম্বর রোববার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই রবিউল্যাহর পুতার আঘাতে ছোট ভাই ওয়াজী উল্লাহ গুরুতর আহত হয়েছে। পরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় তার মৃত্যু হয়েছে।

নিহত ওয়াজী উল্লাহর স্ত্রী রেনু বেগম জানায়, রবিবার সকালে রবিউলের স্ত্রী খোশনেয়ারা বেগমের সাথে তার মশলা বাটা নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তার স্বামী ওয়াজী উল্যাহ ঘর থেকে এগিয়ে আসলে রবিউল্লাহ ও তার স্ত্রী খোশনেয়ারা তাকে মারধর করেন।

এসময় স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কচুয়া হাসপাতালে নেয়ার পথিমধ্যে তিনি মারা যায়।

তবে স্থানীয় আবু কালাম,মিজান ও ইমাম হোসাইনসহ একাধিক লোকজন জানান, মরিচ বাটা নিয়ে রেনু বেগম ও খোশনেয়ারা বেগমের তর্কবিতর্কের এক পর্যায়ে ওয়াজী উল্যাহ ঘটনাস্থলে আসলে হঠাৎ সে স্টো্রক করলে হাসাপাতালে নেয়ার পথিমধ্যে মারা যায়।

কচুয়া থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল জানান, ওয়াজী উল্লাহ’র মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, ওয়াজী উল্যাহ’র শরীরে সামান্য জখমের চিহ্ন রয়েছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২০ সেপেটম্বর ২০২০

Share