কচুয়া উপজেলার শুয়ারুল গ্রামে ইউপি সদস্য আলমগীর হোসেনের মালিকানাধীন সোনালী কক মুরগী ফার্মে পেট্রোল দিয়ে ফার্ম পুড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় তার ৫০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবি করেছেন।
ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, শুক্রবার ভোর রাতে কে বা কাহারা তার ফার্মে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়। তবে প্রায় শতাধিক পাকিস্তানি সোনালী কক মুরগী আগুনে ঝলসে পর্যায়ক্রমে মারা যায়।
তিনি আরো জানান,এলাকার একটি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে হামলা ও মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানির চেষ্টা করছে।
কিছুদিন আগে মিথ্যা মামলায় জড়িয়ে অহেতুক জেল খাটায়। বর্তমানে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিসাধনের চেষ্টা করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার কচুয়া থানা অভিযোগ দায়ের করেছেন।
কচুয়া প্রতিনিধি , ১৪ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur