চাঁদপুরের কচুয়া উপজেলার মিয়ারবাজার সড়কের বুরগী এলাকায় ব্রীজ মাঝামাঝি ভেঙ্গে (ফুটো) যাওয়ায় যানচলাচলে চরম দুর্ভোগ পড়েছেন যাত্রী ও এলাকাবাসী। গত ২ মাস ধরে এ ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় যানচলাচল করতে পারছেনা। ফলে যাত্রী,পথচারী ও এলাকাবাসী চরম বিপাকে রয়েছেন।
অটো সিএনজি চালক জামাল হোসেনসহ আরো কয়েকজন জানান, রাস্তাটি অতিব গুরুত্বপূর্ন হওয়ায় প্রতিনিয়ত আমরা এ সড়কে চলাচল করি। কিন্তু গত ২মাসেরও বেশি ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় এলজিইডি অফিস কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ব্রীজটি দ্রুত নির্মানে সংশ্লিষ্ট কতৃর্পক্ষ এগিয়ে আসার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন জানান, বিষয়টি আমি উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা মিটিং-এ উপস্থাপন করে এলজিইডি’র প্রকৌশলীর দৃষ্টি আকর্ষন করেছি। আপাতত যানচলাচলে ভেঙ্গে যাওয়া ব্রীজটি সংস্কারের উদ্যোগে নেয়া হয়েছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ৩ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur