জিসান আহমেদ নান্নু, কচুয়া (চাঁদপুর) : আপডেট: ০৮:০৭ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০১৫, বৃহস্পতিবার
চাঁদপুর জেলার কচুয়া দক্ষিণ বাজার শিক্ষক সমিতি মার্কেটের সুমাইয়া জেনারেল স্টোরের পরিচালক মোঃ ইউনুস হাজারীর বাজার্স বক্সআর ১০০ সিসি মটর সাইকেল চুরি হয়েছে। বুধবার মধ্যরাতে শিক্ষক সমিতি মার্কেটের সুমাইয়া জেনারেল স্টোরের সামনে চুরির এ ঘটনা ঘটে।
গাড়ির মালিক ইউনুস হাজারী জানান প্রতিদিনের ন্যায় তার বাজার্স বক্সআর যার নং ঢাকা মেট্রো হ- ১৭-৩৪৩১ খয়েরী কালারের গাড়িটি দোকানের সামনে রেখে কাছ করছিলেন। দোকানের কাজ শেষে মটর সাইকেলের কাছে আনতে গেলে তা আর পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur