কচুয়ায় বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

চাঁদপুরের কচুয়ার চাঙ্গীনি গ্রামে নব-নির্বাচিত ইউপি সদস্য মো. আক্তার হোসেনের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করছে তাদের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য মোঃ আক্তার হোসেন গত ২৮ মে ৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়ার ১২নং আশ্রাফপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়। তবে নির্বাচনী সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষ কেউ এ ঘটনা করতে পারে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করছে।

নব-নির্বাচিত ইউপি সদস্য আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে কে বা কাহারা তার ৫১ শতকের একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। এতে রুই, কাতল, মৃগেল, কৈ মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধনে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়।

এ ঘটনায় কচুয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে থানার এএসআই মোঃ হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

About The Author

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

: আপডেট, বাংলাদেশ সময় ০৬:৪০ পিএম, ৩ জুন ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share