কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অধিবাসী আনোয়ার হোসেনের স্ত্রী হাসিনা বেগমের ১৮টি হাঁস বিষ প্রয়োগে ‘নিধনের ’খরব পাওয়া গেছে। হাসিনা বেগমের অভিযোগ একই এলাকার মফিজুল ইসলাম ও রুহুল আমিন দের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে।
তারা তাদের ফসলি জমিতে কাউকে কিছু না বলে বিষ প্রয়োগ করে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর )হাসিনা বেগম তার খামারের হাঁস গুলো কিছুক্ষণের জন্য ছেড়ে দিলে বিষ দেয়া ফসলি জমিতে হাঁসগুলো গিয়ে হঠাৎ করে কাতরানো শুরু করে। প্রত্যক্ষ দর্শীরা হাঁসের মালিক হাসিনাকে খবর দিলে ততক্ষণে ১৮টি হাঁস ছটফট করে লাফিয়ে মৃত্যুর ধারপ্রান্তে চলে যায়।
হাসিনা জানান, কচুয়া উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ঋণ গ্রহণ করে এ হাঁসের খামার স্থাপন করে । এতে তার প্রায় ৮ হাজার টাকার ক্ষতি হয় বলে তার দাবি । এ ব্যাপারে মফিজুল ইসলামের বক্তব্য জানতে মোবাইলে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি।
: আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ