Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কচুয়ায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
ফাইল ছবি

কচুয়ায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে স্থানীয়রা মরা মাছ গুলো পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।

পৌরসভা কড়ইয়া মুন্সি বাড়ির অধিবাসী মোঃ ওহাব আলী মুন্সির ছেলে মোঃ কামরুল ইসলাম মুন্সির খামার প্রকল্পে একটি পুকুরে এ ঘটনা ঘটে।

এতে কামরুল ইসলাম মুন্সির পুকুরের রুই কাতলা, তেলাপিয়াসহ ছোট বড় প্রায় ৩ লক্ষাধিখ টাকার মাছ নিধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছে।

ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের যে কোন সময় অজ্ঞাত লোকজন শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে।

কামরুল ইসলামের স্বজনরা জানিয়েছেন, কামরুল ইসলাম মুন্সি দীর্ঘদিন ধরে এলাকার ৮/১০টি পুকুর সন মেয়াদে লিজ নিয়ে মাছ চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে।

তবে গত দুই মাস কামরুল ইসলাম সহ তার পরিবারের সদস্যরা এলাকায় না থাকার সুযোগে শত্রু পক্ষরা সুযোগ বুঝে এঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা মনে করছে।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ০০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply