“জনগনের ক্ষমতায়ন,জাতির উন্নয়ন” এই স্লোগানে কচুয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
পরিবার পরিকল্পনা সহকারী শাহজামানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার আ: মান্নান, এমওএমসিএইচ ডা:সামসুননাহার নওরীন,সুপিরেট সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মেসবা উজ্জামান,পরিবার পরিকল্পনা সহকারী সাগর সরকার,সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা সহকারী নিয়তি রানী শীল, শ্রষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা রাশিদা আক্তার, শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যান কেন্দ্র পাথৈর ইউনিয়ন, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ পাথৈর ও শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা সূর্যের হাসি ক্লিনিককে পুরস্কার প্রদান করা হয় ।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ০০ পিএম, ১১ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur