কচুয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

চাঁদপুরের কচুয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের জগতপুর এলাকায় বাসে তল্লাসি চালিয়ে তিন কেজি ৫শ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, চৌদ্দগ্রাম উপজেলার কাদুর উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও মো. শাহজাহান।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ মার্চ ২০২২

Share