চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন সোমাবার (২৯ জানুয়ারি ) উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১২টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ৪টি আসনে ৩ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় শুধুমাত্র ৩নং সংরক্ষিত আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে ৩ নং আসনে সর্বোচ্চ ২৭ ভোট পেয়ে কচুয়া পৌর সভার জনপ্রিয় মহিলা কাউন্সিলর মোসা. আমেনা বেগম (চাঁদ) বেসরকারি ভাবে উপজেলা মহিলা সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্বতা দু’ প্রার্থী মোসা. রোকেয়া বেগম (টেবিল) পেয়েছেন ৬ ভোট এবং মোসা. বুলু বেগম (মোরগ) পেয়েছেন ৬ ভোট।
তাছাড়া ১ নং আসনে আমেনা বেগম, ২নং আসনে নাজমা বেগম ও ৪নং আসনে খোদেজা বেগম বিনা প্রতিদ্ব›িদ্বতায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ জানুয়ারি ) দুপুরে কচুয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো.আনোয়ার হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিদের এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় অফিসার মো. আবুল হাসানাত।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ০৯:০৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮, সোমবার
ডিএইচ