কচুয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চাঁদপুরের কচুয়ায় ২০২১-২২ অর্থবছরে আউশ প্রনোদনা খরিপ-১ মৌসুমে কৃষি পূর্নবাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. মোতাছেম বিল্যাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।

এ কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মোট ৪ হাজার ২শ কৃষক প্রনোদনা হিসেবে এ সার ও বীজ পাচ্ছেন। প্রতিজন কৃষক পাবেন ১০ কেজি এমপিও,২০কেজি ডিএপি,৫ কেজি উচ্চফলনশীল ধান বীজ (জাত ব্রি-৪৮ ও ৮৫) এবং বিনা ধান ১৯।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ এপ্রিল ২০২২

Share