কচুয়ায় মহান বিজয় দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মাসব্যাপী পৌর বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকালে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে ফিটা কেটে বিজয় মেলা উদ্ধোধন করেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।
মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শাকিল মুন্সীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান,বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,প্রিয়তোষ পোদ্দার,আবুল হোসেন,পৌর যুবলীগ নেতা গাজী ফারুক প্রমুখ। পরে বিজয় মেলার বিভিন্ন স্টল গুলো পরিদর্শন করেন মেয়রসহ অন্যান্য অতিথিবৃন্দ। মেলায় প্রায় রকমারি ৬০টি স্টল স্থান পেয়েছে।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু, ১২ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur