Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
বিক্ষোভ

কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

চাঁদপুরের কচুয়ার পাথৈর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য চাঁন মিয়াসহ ৭জন সদস্যদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

২৫ এপ্রিল সোমবার উপজেলার বড়দৈল-মধুপুর সড়কে প্রায় ঘন্টাব্যাপী রাস্তায় টায়ার জ্বলিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। বিক্ষোভ মিছিলটি মধুপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় এলাকাবাসী সাইফুল ইসলাম রুবেল,চারু মিয়া,আরিফুল ইসলাম ও মাসুদ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রবিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল বিতরনের সময় সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চাউল বিতরনের হিসাব চাইতে গেলে ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লার ছেলে সজিব ও সোহেলসহ কয়েকজন যুবক ইউপি সদস্য হারিছ বেপারী, মামুন, সুমন, ফয়সাল, কাউসার আলম সুমন,আমেনা আক্তারের উপর অতর্কিত হামলা চালায়। এতে চাঁন মিয়া মেম্বারসহ অন্যান্য সদ্যসরা গুরুতর আহত হয়। তারা বলেন, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবার পর নিজ বাড়ি বারৈয়ারা গ্রামে পরিষদ স্থাপন করেন। ইউপি ভবন ইউনিয়নের মধ্যবর্তী স্থান মধুপুর বাজারে স্থাপন করার দাবি জানান এলাকাবাসী।

এদিকে আহত ইউপি সদস্য চাঁন মিয়াসহ অন্যান্য সদস্যরা বলেন, রবিবার বারৈয়ারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাউল বিতরনের কর্মসূচি ছিল। চাউল বিতরনের সকল ইউপি সদস্যরা হিসাব চাইতে গেলে ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লার ছেলে সজীবও সোহেলসহ কয়েক যুবক অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কচুয়া প্রতিনিধি, ২৫ এপ্রিল ২০২২