উপজেলা সংবাদ

কচুয়ায় বিকাশে অভিনব কায়দায় প্রতারণা

ব্যবসায়ীর একলাখ পনেরো হাজার টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

চাঁদপুরের কচুয়ায় বিকাশে অভিনব কায়দায় প্রতারণা করে এক ব্যবসায়ীর ১ লাখ ১৫ হাজার ১শ’ ৯২ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। মঙ্গলবার রাতে উপজেলার উত্তর পালাখাল মোড়ের হাজী টেলিকমের মো. সাইদুর রহমানের দোকানে এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার ব্যবসায়ী সাইদুর রহমান এখন নগদ টাকা হারিয়ে পথে বসেছে।

ভুক্তভোগী দোকান মালিক সাইদুর রহমান জানান, ঘটনার দিন সন্ধ্যায় তার ছোট ভাই মো. হাসানাতের কাছে দোকানের ০১৮৫১-৫২৮৮১৭ এজেন্ট নাম্বারে অফিসের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে উল্লেখিত নাম্বারে মোটা অংকের কমিশন পাবে বলে বার বার ফোন করে বিভিন্নভাবে অফার দেয়।

অফার পেতে প্রথমে ওই প্রতারক চক্রটি তাদের গ্রামীণ নাম্বারে ২৪ হাজার ৯শ’ ৯৭ টাকা হাতিয়ে নেয়। এমনি করে ‘টাকা পাইনি’ বলে ওজুহাত দেখিয়ে প্রতারক চক্রটি দোকানদার মো. হাসানাতকে বোকা বানিয়ে মোট ৫ বার পৃথক পৃথকভাবে মোট ১ লাখ ১৫ হাজার ১শ’ ৯২ টাকা হাতিয়ে নেয়। পরে বার বার চেষ্টা করে ওই চক্রের মোবাইল নাম্বারে সংযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পক্ষ থেকে কচুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

জিসান আহমেদ নান্নু

 

|| আপডেট: ০৪:৪৫ পিএম,২১ অক্টোবর ২০১৫,বুধবার

 এমআরআর

Share