চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন স্বপনের বাড়িতে হামলা ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে ইউপি চেয়ারম্যান স্বপনের দোয়াটির গ্রামের বাড়তে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন স্বপনের বড় বোন রিনা বেগম জানান, ঘটনার দিন রাতে ১৫/২০জনের এক দল উশৃঙ্খল যুবক লাঠি সোটা নিয়ে আমার ভাইকে খোঁজ করে ও অকথ্য ভাষায় গালমন্দ করে গৃহের সামনের দুটি কক্ষের কাচের গ্লাস ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে।
এ ব্যাপারে প্রার্থী আলমগীর হোসেন মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানায়, ‘আমি ৪-৫ মাস ধরে ঢাকায় অবস্থান করছি, নির্বাচনী পরিবেশ না থাকা ও আমার নিরাপত্তাহীনতার কারণে কচুয়ায় আসতে পারছি না।’
বাড়ি ভাংচুরের পর কচুয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ওইদিন ছাত্রলীগের সেক্রেটারীর নেতৃত্বে ২৫/২০ জনের একটি দল প্রথমে আমার পোস্টারগুলি ছিঁড়ে পরে সন্ধ্যার সময় আমার বাড়িতে গিয়ে হামলা-ভাংচুর করে।’
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:০৫ পিএম, ১৮ মে ২০১৬, বুধবার
ডিএইচ