চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির মেয়র প্রার্থীর ভাইকে অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত ব্যক্তির নাম মো. শাহজাহান প্রধান (৪৫)। তাকে ২৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শাহজাহানের বড় ভাই হুমায়ুন কবির প্রধান। তিনি কচুয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী।
কচুয়া থানার ওসি (তদন্ত) মো. শামসুল হক বলেন, দুপুরের দিকে শাহজাহানের নেতৃত্বে তার ভাইয়ের পক্ষে একটি মিছিল বের হয়। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হওয়ায় শাহজাহানকে আটক করে ২৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
পরে অর্থদণ্ড পরিশোধ করে শাহজাহানকে থানা থেকে তার ভাই হুমায়ুন কবির প্রধান ছাড়িয়ে নেন বলেও জানান তিনি।
কচুয়া করেসপন্ডেন্ট ।। আপডেট : ০৪:৫৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur