বিএনপি’র চেয়ারপারর্সন খালেদা জিয়ার মুক্তি,সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ,গ্যাস-চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
সোমবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আকানিয়া বিশ্বরোড এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এসময় উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান,সিনিয়র সহ-সভাপতি শাহজালাল প্রধান,সাধারন সম্পাদক মকবুল হোসেন মিয়াজী,যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান পাঠান,মঞ্জুর আহমেদ সেলিম,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার,সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানীয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কবির হোসেন,বিতারা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক কামাল হোসেন প্রধান,সাইফুল ইসলাম সোহেল,বিতারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম পাটওয়ারী মহিউদ্দিন,পৌর ছাত্রদল নেতা মো. ইমাম হাসান সহ দলীয় অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur