কচুয়ায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা
কচুয়া উপজেলার শুয়ারুল গ্রামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও সহযোগি সংগঠনের বেশ কিছু নেতাকর্মীদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয়েছে। শনিবার বিকেলে কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের ৩নং ওয়ার্ড শুয়ারুল মোড়ে বিএনপি’র দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সাচার ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো: জিয়াউর রহমান জাহিদ এর সভাপতিত্বে বক্তব্য দেন, স্থানীয় ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা শহীদ, কামরুল মুন্সী ও উপজেলা ছাত্রদলের সদস্য আলামিন গাজী।
এসময় বক্তারা বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুয়ারুল গ্রামে শহীদ মিয়ার চা দোকানে জমির হোসেন ও একই গ্রামের আলম প্রধানের পূর্ব বিরোধ নিয়ে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে এটাকে রাজনৈতিক হামলায় রূপ নেয়। মূলত জমির হোসেন কিছুদিন পূর্বে স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। ঘটনার পর স্থানীয় লোকজন জমির হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। কিন্তু একটি বিশেষ মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টির জন্য নানান অপপ্রচার চালায়। এতে বিএনপি নেতা জিয়াউর রহমান জাহিদ, স্থানীয় ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা শহীদ, কামরুল মুন্সী ও উপজেলা ছাত্রদলের সদস্য আলামিন গাজীকে নিয়ে মিথ্যা বিভ্রান্তি মূলক অপপ্রচার করেন।
এ ঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার ও ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন তারা। এদিকে স্থনীয় অধিবাসী নূর হোসেন মোল্লা, দোকানদার শহীদ উল্লাহর ছেলে ফাহিম ও নাইম জানান, ঘটনার দিন জমির হোসেন ও আলম প্রধানের মধ্যে তর্ক বিতর্ক হয়। এসময় জমির হোসেন ও ইউসুফ যাদের বিষয়ে বক্তব্য দিয়েছেন মূলত তারা কেউ ঘটনার সময় ছিলেন না। তাদের হেয় প্রতিপন্ন ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেই অপপ্রচার চালানো হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩১ জানুয়ারি ২০২৬