চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আটোমোড় গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে সোমবার রাত ৮টার দিকে বাড়িঘরে হামলা ও ভাংচুর করা হয়েছে।
হামলায় আহতরা হচ্ছে ২নং পাথৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া (৩২), আঃ রব (৬০), আনোয়ার হোসেন (২৫) ও মোস্তফা (২২)। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন হয়েছে। আহতের মধ্যে বৃদ্ধ আঃ রবের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবুল মিয়া বাদী হয়ে ৭জনকে আসামী করে কচুয়া থানায় অভিযোগ দায়ের করছেন।
থানায় অভিযোগ ও ক্ষতিগ্রস্ত পরিবারে সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় আটোমোড় গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র শাহআলম সহ অন্যরা একই বাড়ির ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়ার বাড়িতে প্রবেশ করে বাড়ির জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে তারা বাবুল মিয়াকে হত্যার চেষ্টা করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে হামলাকারীরা তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতিসাধন করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।
কচুয়া করেসপন্ডেন্ট|| আপডেট: ০৪:৪৯ অপরাহ্ন, ০৮ মার্চ ২০১৬, মঙ্গলবার
এমআরআর