কচুয়া

কচুয়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কলেজ ছাত্রী

চাঁদপুর কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে কলেজ ছাত্রী (১৬)।

রোববার (২ জুলাই) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের নির্দেশে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ এ বিয়ের বন্ধ করে দেন।

ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন জানান, উপজেলার ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের সফিবাদ গ্রামের অধিবাসী ও পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের (সদ্য ভর্তিকৃত) একাদশ শ্রেণির ছাত্রী (১৬)-এর সাথে একই উপজেলার শিলাস্থান গ্রামের যুবক দুলাল মিয়ার বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও নীলিমা আফরোজের নির্দেশে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা-মাকে বাল্যবিয়ের কুফল বুঝিয়ে এ বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া
আপডেট,বাংলাদেশ সময় ৮ : ৩৫ পিএম, ২ জুলাই ২০১৭,রোববার
এইউ

Share