চাঁদপুর কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে কলেজ ছাত্রী (১৬)।
রোববার (২ জুলাই) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের নির্দেশে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ এ বিয়ের বন্ধ করে দেন।
ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন জানান, উপজেলার ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের সফিবাদ গ্রামের অধিবাসী ও পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের (সদ্য ভর্তিকৃত) একাদশ শ্রেণির ছাত্রী (১৬)-এর সাথে একই উপজেলার শিলাস্থান গ্রামের যুবক দুলাল মিয়ার বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও নীলিমা আফরোজের নির্দেশে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা-মাকে বাল্যবিয়ের কুফল বুঝিয়ে এ বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া
আপডেট,বাংলাদেশ সময় ৮ : ৩৫ পিএম, ২ জুলাই ২০১৭,রোববার
এইউ