কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের কচুয়ার জগতপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মহিন উদ্দিন (৪৮) নামে এক পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান নিহত হয়েছে। সে মথুরাপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
১৬ সেপেটম্বর বুধবার সকাল ৮টার দিকে মহিন উদ্দিন জগতপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বালুর ট্রাক পিছন থেকে চাপা দিলে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথিমধ্যে তিনি মারা যান। স্থানীয়রা ঘাতক বালুবাহী ট্রাককে আটক করেছে।
আজ বুধবার বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ বহুগনগাহী রেখে গেছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৬ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur