কচুয়া

কচুয়ায় ইউপির বারান্দায় বসে অফিস করছেন সচিব

চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বারান্দায় বসে অফিস করছেন নবাগত ইউপি সচিব সেতারা আফরোজ।

গত ২১ মে থেকে ওই ইউনিয়ন পরিষদে যোগদানের পর থেকে তিনি বারান্দায় বসে অফিস কার্যক্রম পরিচালনা করছেন বলে জানাগেছে।

স্থানীয়দের অভিযোগ সাবেক ইউপি সচিব লিটন চন্দ্র পোদ্দার প্রায় দু’মাস ধরে অফিসে না আসায় জনসাধারণের ভোগান্তি চরমে দেখা দিয়েছে।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু জানান, সচিব লিটন চন্দ্র পোদ্দার দীর্ঘদিন অফিসে না আসায় অফিসিয়াল কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে সচিব কি কারণে বা কেন কি অজুহাতে আসেনি বিষয়টি তা আমার বোধগম্য নয়।

বর্তমান সচিব সেতারা আফরোজ জানান, আমি গত ২১ মে হাজীগঞ্জ থেকে কাদলা ইউনিয়ন পরিষদে যোগদান করি কিন্তু পূর্বের সচিব লিটন চন্দ্র পোদ্দার আমাকে কক্ষের চাবি, ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্র, হিসান নিকাশ বুঝিয়ে না দেয়ায় বাধ্য হয়ে বারান্দায় অফিস করছি। এতে আমার ও নাগরিকদের সেবাদান করা কষ্ট হচ্ছে।

এ ব্যাপারে কাদলা ইউনিয়ন পরিষদের পূর্বের ইউপি সচিব লিটন চন্দ্র পোদ্দার মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানান, ‘আমি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে বদলি হয়ে হাজীগঞ্জের ৯নং গন্ধব্যপুর ইউপি কার্যালয়ে যোগদান করেছি। কাদলা ইউনিয়ন পরিষদের সচিব কার্যালয়ে চাবি, ল্যাপটপ আমার কাছে রয়েছে। রোববার বা সোমবার ওই পরিষদের নতুন সচিবের কাছে তা হস্তান্তর করে আসবো।’

বিলম্বের বিষয়ে তিনি কোনো কথা বলেননি।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৩০ পিএম, ২৭ মে ২০১৭, শনিবার
ডিএইচ

Share