কচুয়ায় বাংলা নববর্ষ জাঁক-জমকপূর্ণভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও ইউএনও মোতাছেম বিল্যাহ’র নেতৃত্বে বাংলার ঐতিহ্য ধারন করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এসময় এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম, ইউআরসি ইনিস্ট্রাক্টর জাকির হোসেন,মুক্তিযোদ্ধা আব্দুল মবিন ও জাবের মিয়া সহ কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।
মঙ্গল শোভাযাত্রার পর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা নৃত্য ও বিভিন্ন সংঙ্গীত পরিবেশন করে। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে লোকজ মেলায় হস্তনির্মিত বিভিন্ন কুটির জাত শিল্পের ৬টি স্টল বসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur