Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরন
Shajahan Shishir
শাহজাহান শিশির

কচুয়ায় বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরন

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান শাহজাহান শিশিরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী নুরে আলমকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় শাহজাহান শিশির স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন করতে আসলে জামিন না মঞ্জুর করে আরো দু’আসামীসহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

অপর দু’জন হচ্ছেন, চেয়ারম্যানের পিএ ও যুবলীগ নেতা মো: জহিরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন।

আজ দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এই নির্দেশ দেন।

গত ১৯ জুলাই ‘কচুয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ নির্মাণ কাজ পরিদর্শনে গেলে নির্মান কাজে অনিয়মের অভিযোগে উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগিদের মারধরের শিকার হন প্রকৌশলী নুরে আলম। এই ঘটনায় ওইদিন রাতেই নুরে আলম বাদী হয়ে কচুয়া থানায় চেয়ারম্যানসহ আরো দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই ঘটনায় গত ২৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে চেয়ারম্যান শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে কচুয়ায় দু’বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে মামলায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করায় তার কর্মী ও সমর্থকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জিসান আহমেদ নান্নু,২৫ আগস্ট ২০২০