Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
Death

কচুয়ায় বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ ও কচুয়া থানা পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে বাবলু (৪০) নামে পাঁচ মাদক মামলার অন্যতম আসামী ও শীর্ষ মাদক ব্যবসায়ী শুক্রবার (২৫ মে) রাত ৩ টার দিকে নিহত হয়েছেন।

এ ঘটনায় কচুয়া থানা পুলিশের দু’পুলিশ কর্মকর্তাও আহত হয়েছে। আহতরা হচ্ছে এস আই মো.মোবারক হোসেন ও এ এস আই মো.আক্তার হোসেন। উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের বলরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কচুয়া থানায় ৫ টি মাদক মামলা রয়েছে। তার বাড়ি থেকে পুলিশ ১শ’২০ পিচ ইয়াবা ট্যাবলেট,৭টি ককলেট ও ২ টি রাম দা উদ্ধার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও কচুয়া থানা পুলিশ বাবলুর বাড়িতে যৌথ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ওই মাদক বিক্রেতা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলি বিনিময়ের এক পর্যায়ে বাবলু গুরুতর আহত হয়।

দ্রæত তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় কচুয়া থানায় মামলা দায়ের হয়েছে।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ৪: ০০ পিএম, ২৬ মে ২০১৮,শনিবার
এজি

Leave a Reply