কচুয়া

কচুয়ায় ফায়ারম্যানের বাসায় দুর্ধর্ষ চুরি

চাঁদপুর কচুয়ায় এক ফায়ারম্যানের বাসাবাড়িতে অভিনব কায়দায় দুর্ধুর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে কচুয়া পৌরসভার পলাশপুর আইসক্রিম ফেক্টোরির ভবনের আব্দুল মতিনের বাড়ির ৪র্থ তলায় ফায়ারম্যান কাউছার আহমেদের বাসায় এ চুরির ঘটনা ঘটে।

এতে অজ্ঞাত চোরের দল বাসায় কৌশলে তালা ভেঙ্গে প্রবেশ করে নগদ ৩৮ হাজার টাকা ও স্বর্নালঙ্কারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ গৃহকর্তা কাউছার আহমেদ বাদী হয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ কাউছার আহমেদ বলেন, আমি একজন ফায়ারম্যান। বর্তমানে শাহরাস্তি উপজেলায় কর্মরত রয়েছি। ঘটনার রাতে খবর পেয়ে কচুয়া আসি।

তিনি বলেন,বাসায় সিসি ক্যামেরা না থাকায় চোরের দৌরাত্ম বৃদ্ধি পাচ্ছে। আমাদের বাসাসহ প্রতিটি বাসায় সিসি ক্যামেরার আওতায় আনার দাবি জানাচ্ছি। এদিকে এ ঘটনায় আশপাশের বাসা বাড়ি লোকজনের মাঝে আতংক বিরাজ করছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৯ আগস্ট ২০২০

Share