Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ফাতেমা কিন্ডার গার্টেনের ২৫ শিক্ষার্থীর বৃত্তি
কচুয়ায় ফাতেমা কিন্ডার গার্টেনের ২৫ শিক্ষার্থীর বৃত্তি

কচুয়ায় ফাতেমা কিন্ডার গার্টেনের ২৫ শিক্ষার্থীর বৃত্তি

চাঁদপুরের কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় উপজেলার পালাখাল ফাতেমা আইডিয়াল কিন্ডার গার্টেনের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ২৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে, ১ম শ্রেণি- ট্যালেন্টপুল- শান্তা সরকার (উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন), মারিয়া মেহজাবিন, নুসরাত জাহান, মঞ্জুর এলাহী রোমান, সুমনা আক্তার। সাধারন গ্রেড- রাবেয়া আক্তার, আব্দুল্লাহ আল মামুন, রাবেয়া আক্তার। ২য় শ্রেণি ট্যালেন্টপুল- হামিম পাটোয়ারী (উপজেলা পর্যায়ে ২য় স্থান অর্জন), শান্ত সরকার। সাধারণ গ্রেড- নাবিদুল হাসান, সাবিকুন নাহার। ৩য় ট্যালেন্টপুল- জান্নাতুল নাঈমা (উপজেলা পর্যায়ে ২য় স্থান অর্জন), সাবিকুন নাহার। সাধারণ গ্রেড- অর্পণা চৌধুরী, জিন্নাত আরা। ৪র্থ শ্রেণি সাধারন গ্রেড- হাবিবা আক্তার, লিজা রানী সরকার, রিনু আক্তার, স্বপ্না সাহা। ৫ম শ্রেণি সাধারন গ্রেড- রবীন পোদ্দার, সুসান সানি, সুবর্না আক্তার ও জান্নাতুল ফেরদৌসি।

বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন শিক্ষক নেতা মোঃ কবির হোসেন ও বিদ্যালয়ের পরিচালক মোঃ মাহবুব আলম জানান, ‘ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি সুফল ধরে রেখেছে। ভবিষ্যতে ফলাফল বজায় রাখতে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহ থাকবে।’

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

।।আপডেট : ৯:৩০ পিএম, ২০জানুয়ারি ২০১৬, মঙ্গলবার
ডিএইচ