কচুয়া উপজেলার পূর্ব বিতারা গ্রামে প্রভাব খাটিয়ে ব্রিজ সংলগ্ন ঘাস জমি দখল করে বাড়িঘর নির্মান ও খালের সামনে মাটি দিয়ে পাড় বাধায় ফসলি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছি। আসন্ন বর্ষা মৌসুমকে ঘিরে ও অতিবৃষ্টির কারনে কৃষকের কয়েক একর জমির ভুট্টা ও ধানের ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও কৃষি অফিসে এলাকাবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা অলি উল্যাহ সরকার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিতারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শংকর চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করে উভয়ের সাথে কথা বলেছেন।
স্থানীয় অধিবাসী বীর মুক্তিযোদ্ধা অলি উল্যাহ সরকার,কৃষক ফজলু মিয়া,ইসমাইল হোসেন সহ একাধিক লোকজন জানান,পূর্ব বিতারা গ্রামের প্রবাসী আবু তাহের, হনুফা বেগম,তাছলিমা,মনোয়ারা বেগম তাদের বাড়ি সংলগ্ন ঘাস ভূমি দখল করে বাড়ি নির্মান করে।
এছাড়া জোরপূর্বক মাটি দিয়ে বেড়িবাঁধ তৈরি করে পানি চলাচলের পথ বন্ধ করে দেন। এমতাবস্থায় শতশত কৃষকের ধান ও ভুট্টা পানিতে তলিয়ে যাওয়ার আশংকায় রয়েছে। কৃষকের স্বার্থ রক্ষার জন্য বিষয়টি জনস্বার্থে অবিলম্বে ওই বেড়িবাধ তুলে দেয়ার আহ্বান জানান তারা।
অভিযুক্ত হনুফা বেগম,শাইজ উদ্দিন মোল্লা ও আদম মোহাম্মদ জানান, এখানে কোনো ঘাস জমি নেই। ক্রয়সূত্রে মালিকীয় জায়গায় বেড়িবাধ দেয়া হয়েছে। এলাকাবাসী চাইলে পাইপের মাধ্যমে পানি চলাচলের ব্যবস্থা করে দেয়া হবে।
উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন বলেন, বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর সাথে কথা হয়েছে। তবে এখানে কোনো ঘাস জমি রয়েছে কিনা তা জানা যায়নি। ফসলি জমিতে থেকে পানি চলাচলে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur