Home / উপজেলা সংবাদ / কচুয়ায় প্রাথমিকে বৃত্তি পেয়েছে ২২৩ শিক্ষার্থী

কচুয়ায় প্রাথমিকে বৃত্তি পেয়েছে ২২৩ শিক্ষার্থী

সারাদেশের ন্যায় মঙ্গলবার (১৯ এপ্রিল) চাঁদপুরের কচুয়ায় প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার বৃত্তি ফলাফল প্রকাশিত হয়েছে।

কচুয়ায় ২০১৫ সালের ১৬৬ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬০ কিন্ডার গার্টেন ও দেশব্যাপী ১৫’শ বিদ্যালয় স্থাপনের অধীনে ৫টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৩১ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৯৩ জন, সাধারণ গ্রেডে ১২৪ জন ও ৬ জন সম্পূরক বৃত্তিসহ মোট বৃত্তি পেয়েছে ২২৩ জন।

বৃত্তির ফলাফলের দিক থেকে কচুয়া উপজেলা পর্যায়ে ৮৩নং পালগিরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে শীর্ষস্থান লাভ করে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে- এ বিদ্যালয় থেকে মোট ৮০ জন  শিক্ষার্থী পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলে কৃতকার্য হয়। জিপিএ- ৫ পেয়েছিল ২৮জন। তন্মধ্যে ১২ জন ট্যালেন্টপুল ও ৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল চাঁদপুর টাইমসকে জানান- শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে ফলাফলের ধারা বজায় রাখতে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

” ]জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author]

: আপডেট ১১:২৭ পিএম, ১৯ এপ্রিল  ২০১৬, মঙ্গলবার

ডিএইচ