চাঁদপুরের কচুয়ার তেতৈয়া গ্রামে সৌদি প্রবাসী মো. ওসমান মজুমদারের নির্মাণাধীন নতুন ঘর শনিবার (২২ অক্টোবর ) মধ্যরাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা।
এ সময় আগুন নিভাতে গিয়ে আবু ইউছুফ মজুমদার (২১) ও বৃদ্ধা কেপুতের নেছা (৬৫) নামে ২ জন আহত হয়। এতে গৃহের মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারটি জানান।
ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, ওই রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। এক পর্যায়ে খবর পেয়ে কচুয়ার ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গৃহের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সৌদি প্রবাসী ওসমান মজুমদারের ভাই জাহাঙ্গীর আলম মজুমদার জানান, ৪ মাস পূর্বেও এ গৃহে দূধর্ষ চুরি হয় এবং এ অগ্নিকান্ডের ঘটনাটি পরিকল্পিত হতে পারে ।
এ ব্যপারে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় অভিযোগে দায়েরের প্রস্তুতি চলছে।
: আপডেট, বাংলাদেশ সময় ৬:২০ পিএম, ২২ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur