শিক্ষাঙ্গন

কচুয়ায় প্রধান শিক্ষক পদে ৫৭ শিক্ষকের পদোন্নতি

চাঁদপুরের কচুয়া উপজেলার ৫৭ জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

দীর্ঘ দিন ধরে উপজেলার ১শ ৭১টি বিদ্যালয়ের মধ্যে ৭১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূণ্য থাকার পর অবশেষে পজ্ঞাপনের মাধ্যমে ৫৭জন শিক্ষকের পদন্নোতি হয়েছে। আর এ সংবাদে ওই শিক্ষক ও সদস্যদের মাঝে আনন্দ উৎসাহ লক্ষ্য করা গেছে।

কচুয়া উপজেলা শিক্ষা অফিসার শাহ মো. ইকবার মনসুর জানান, মামলাসহ বিভিন্ন আইনী জটিলতার কারণে ৭১টি বিদ্যালয়ে বিগত দিনে ভারপ্রাপ্তদের দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলার ৭১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে পদের মধ্যে ওই ৫৭জনকে শূণ্যপদ বিদ্যালয় গুলোতে পদোন্নতি পাওয়াদের প্রদায়ন করা হবে।

ধান শিক্ষক পদে শিক্ষকরা হচ্ছেন, কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনি.শিক্ষক, মোহাম্মদ কামাল হোসেন, শাহজাদি ফয়েজ আক্তার ও খালেদা আক্তার, কহলথুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোসাঃ কাউছার বেগম, কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,

পারভীন আক্তার, সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোঃ রুস্তম আলী, পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, হাসিনা আক্তার ও ফরিদা পারভীন, শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, একেএম সফিউল্যাহ, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইকবাল করিম ও মো. মিজানুর রহমান,

করইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, নিমাই চক্রবর্তী, বরুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোঃ আব্দুল মান্নান, সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সালমা আক্তার, চান্দিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোঃ মমিনুল হক, জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাকসুদা বেগম ও মোঃ খলিলুর রহমান,

আলীয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, রতœা পাল, শুয়ারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, রুবি রানী পাল ও জোসনা রানী দে, পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সাহিদা আক্তার, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোসাঃ জেসমিন আক্তার ও মোঃ গোলাম মোস্তফা,

পিপলকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোঃ মোখলেছুর রহমান, হারিচাইল-হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ইমাম মোঃ মিজানুর রহমান ও মোহাম্মদ মোস্তফা সরওয়ার ভূইয়া, নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, দেবানন্দ মজুমদার,খাজুরিয়া লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,

মাহবুবুর রহমান ও সেলিনা আক্তার, রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,আব্দুল কাদের, আমেনা বেগম ও মোহাম্মদ মহসীন, আকানিয়া (দক্ষিন) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোঃ আনোয়ার হোসেন, তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন মুন্সি, দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,

কামাল হায়দার মজুমদার, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোহাম্মদ মফিজুল ইসলাম, দোয়াটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সুনিল চন্দ্র বাইন ও সাগরিকা সরকার, সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কবীর হোসেন, পালগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোঃ মোখলেছুর রহমান,

মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোহাম্মদ নূরুল কবির, মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোঃ মিজানুর রহমান, ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, রবীন্দ চন্দ্র সরকার, লাখী রানী রায় ও সেলিম হোসেন মজুমদার, পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অমর চন্দ্র দে,

নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোঃ মনির হোসেন, মাসনীগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোঃ বশির উল্লাহ, কড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উজ্জ্বল কৃষ্ণ মজুমদার, চাঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, নারায়ন চন্দ্র দাস, পূর্ব সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোহাম্মদ জামাল হোসেন,

কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মোঃ রফিকুল ইসলাম,মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বিজন কুমার সরকার, পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, রোকসানা আক্তার, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, খাদিজা বেগম ও আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনি. শিক্ষক, মোঃ মনিরুল আলম স্বপন।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু

Share