কচুয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. সেলিম মাহমুদের ঈদ উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ শুক্রবার কচুয়ার রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলার ১২টি ইউনিয়নে মধ্যে ৬টি ইউনিয়নে প্রথম ধাপে ৫ হাজার শাড়ি,লুঙ্গি বিতরণ করেছেন।

এসময় ড. সেলিম মাহমুদ বলেন, লাড়ি লুঙ্গি গুলো যাকাত নয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের উপহারস্বরূপ দিলাম।

তিনি আরো বলেন, করোনা সংকট পেরিয়ে দেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বেঁচে থাকলে দেশের উন্নয়ন হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এসময় তিনি প্রধানমন্ত্রীর সুস্থ্যতার জন্য দোয়া চেয়ে কচুয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারী,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,ইউপি চেয়ারম্যান মনির হোসেন,হাবিবুর রহমান জয়, এম আখতার হোসাইন,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন,জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক কামাল পারভেজ মিয়াজী,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার,যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম ও মোজাম্মেল তালুকদার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২৯ এপ্রিল ২০২২

Share