কচুয়ায় প্রধানমন্ত্রীর দেয়া ঘর পরিদর্শনে ড.মহীউদ্দীন খান আলমগীর

মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ২৫টি ঘর ও নির্মাণাধীন এলাকা পরিদর্শন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় সোমবার দুপুরে কচুয়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম বজুরীখোলা গ্রামে ২৫টি নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও তাদের সাথে মত-বিনিময় করা হয়।

কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মোহাম্মদ আশেকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না প্রমুখ।

এ সময় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, সালমা শহিদ, উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি হুমায়ূন কবির মিয়াজী, কচুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, ইউপি সদস্য নূরুল ইসলাম ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন সহ উপকারভোগী পরিবারের সদস্য ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ সেপ্টেম্বর ২০২২

Share