মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য এমন সত্য বানীকে বাস্তবে রূপ দিলেন কচুয়ার মৎসজীবী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. ফয়েজ উল্যাহ ফয়েজ। তিনি জনপ্রতিনিধিও নন, নয় কোনো বড় ব্যবসায়ী কিংবা শিল্পপতি।
একজন অসহায় মানুষের আর্তনাদে একটি হুইল চেয়ার দিয়ে মানবতার পরিচয় দিলেন কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের আওয়ামী মৎসজীবী লীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. ফয়েজ উল্যাহ ফয়েজ।
মঙ্গলবার বিকালে ফয়েজ উল্যাহ খিড্ডা গ্রামাস্থ তার নিজ বাড়িতে একই গ্রামের অসহায় দিনমজুর কৃষক ইমন ফকিরের ৪ বছরের শিশু পুত্র মো. মোজাহিদের চলাফেরার জন্য একটি হুইল চেয়ার উপহার দেন। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী মুজাহিদের বাবা ইমন ফকির ও মাতা ফাহিমা বেগম আবেগে আপ্লুত হয়ে পড়েন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur