Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় প্রকৌশলী প্রত্যাহার ও চেয়ারম্যানের পদ পূর্নবহালের দাবিতে মানববন্ধন
কচুয়ায় প্রকৌশলী প্রত্যাহার

কচুয়ায় প্রকৌশলী প্রত্যাহার ও চেয়ারম্যানের পদ পূর্নবহালের দাবিতে মানববন্ধন

কচুয়ার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন নির্মাণ কাজে নানা অনিয়মের অভিযোগে প্রতিবাদ করায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরসহ স্থানীয়দের মামলা দিয়ে হয়রানি ও তাঁকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মানববন্ধনে এলাকাবাসী অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের পদ পূর্নবহাল ও শিক্ষা প্রকৌশলের সহকারী প্রকৌশলী নূর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

২৫ জুলাই শনিবার বিকালে কচুয়া-ঢাকা-গৌরিপুর সড়কের চাংপুর শিমুলতলী মোড়ে বিতারা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিল্লু, শ্রমিক লীগ নেতা মকবুল হোসেন,যুবলীগ নেতা সবুজ পাটওয়ারী,আব্দুল কুদ্দুস,মামুন খন্দকার ইউনিয়ন ছাত্রলীগের সভাপমি মিঞা মো: সোহেল,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এসময় এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা এসময় অবিলম্বে শাহজাহান শিশিরের সাময়িক বরখাস্ত প্রত্যাহার করে স্ব-পদে বহাল ও বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৌশলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৫ জুলাই ২০২০