কচুয়া

কচুয়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি

‎Monday, ‎25 ‎May, ‎2015  10:06:06 PM

কচুয়া করেসপন্ডেন্ট, চাঁদপুর :

চাঁদপুরের কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ২৫ বছর পর ২১শে মে চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির নেতেৃবৃন্দের পরামর্শক্রমে কমিটিকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির ৫১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

উপজেলা পূজা উদযাপন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রাণধন দেব ও সদস্য সচিব তপেশ পোদ্দার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

নতুন কমিটির সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু ও সাধারণ সম্পাদক বিকাশ সাহা। কমিটির অন্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি বাবু অজিত কুমার কর, বাবু শিবুলাল সাহা, বাবু তিমির সেন গুপ্ত, বেনু মজুমদার, ও দুলাল দাস।

যুগ্ম সম্পাদক প্রিয়তোষ পোদ্দার ও ডা. গনেশ চন্দ্র সেন। কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র ঘোষ, সহ-কোষাধ্যক্ষ নিমাই সরকার, সাংগঠনিক সম্পাদক ডা. হারাধন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক গোপাল বৈদ্য, দপ্তর সম্পাদক ডা. কাঞ্চন দেব, গণসংযোগ সম্পাদক ডা. মানিক মজুমদার সোহাগ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ডা. ধীরেন্দ্র সরকার, সাংস্কৃতিক সম্পাদক হিমেল সরকার, সমাজকল্যাণ সম্পাদক বিপ্লব সাহা, আইন বিষয়ক সম্পাদক উজ্জল মজুমদার, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক বিজন সরকার, মহিলা সম্পাদিকা স্বপ্না পোদ্দার।

কমিটির কার্যকরী সদস্যরা হচ্ছেন সুনিল ঘোষ, বাবু লাল সরকার, যতীন্দ্র সরকার, সন্তুস সরকার, যদু লাল সূত্রধর, ক্ষিতিস সেন, জীবন গোস্বামী, মানিক ভৌমিক, ডা. অরুন আচার্য্য, ডা. শংকর সরকার, বিমল মজুমদার, পূর্ণ চন্দ্র ভৌমিক, অধ্যাপক উত্তম সরকার, ডা. রিপন পাল, বিপ্লব সরকার, দুলাল সরকার, নিরঞ্জন সরকার, বাবুল সাহা, দুলাল দাস, গৌতম সরকার, উমেশ সরকার, ডা. পলাশ শীল, ডা. অবিনাস সরকার, কিরণ সরকার, ডা. স্বাধীন চন্দ্র চৌধুরী, জগদীশ মোক্তার, সমীর মজুমদার, রনজিত সরকার ও ডা. রনজিত সরকার।

চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/এমআরআর/২০১৫।

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Share