দেশব্যাপী আবারো করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ এই স্লোগানে কচুয়া থানা পুলিশের আয়োজনে বিশেষ উদ্ধুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
২১ মার্চ রোববার বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত কচুয়া বিশ্বরোড এলাকার ফায়ার সার্ভিস সংলগ্ন সুরমা বাস কাউন্টারে কচুয়া থানা ওসি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে পথচারী,যাত্রী,যানবাহন চালকের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় ওসি তদন্ত এম.এ রউফ খান,সেকেন্ড অফিসার তাজুল ইসলাম,নারী ও শিশু বয়স্ক প্রতিবন্ধী সেলের এসআই মনি রানী ভৌমিক,এএসআই মফিজুল ইসলাম,নাজির হোসেন,রাসেল হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদের নির্দেশে করোনার প্রাদুর্ভাব থেকে মানুষকে সচেতন করতে আমাদের কর্মসূচি পুনরায় চালু হয়েছে। প্রতিটি ইউনিয়নব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু, ২১ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur