কচুয়ায় পুত্রবধূর লোকজনের হামলায় আহত ২

চাঁদপুরের কচুয়ার  গোহট দক্ষিন ইউনিয়নের নাউপুরা গ্রামে শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধূর পক্ষের লোকজনের হামলায় শ্বশুরসহ ২ জন আহত হয়েছে।

হামলায় আহতরা হচ্ছে- শ্বশুর সবর আলী (৬০) ও তার ছেলে সাইফুল ইসলাম (২৪)। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে বৃদ্ধ সবর আলীর অবস্থা আশংকাজনক।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার নাউপুরা গ্রামের সবর আলীর স্ত্রী মনোয়ারা বেগমের সাথে তার পুত্রবধূ সালমা বেগমের পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার পুত্রবধূ সালমা বেগম পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার বেলগর গ্রামে তার বাপের বাড়িতে সংবাদ দিলে ভাই মনির, খোকন, ভগ্নিপতি আবু বকর ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দলবল নিয়ে সবর আলী ও তার পুত্র সাইফুল ইসলামের উপর হামলা করে।

পরে আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত পরিবারের পক্ষথেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 ।। আপডেট ১১:৫৭ পিএম ৩১ অক্টোবর, ২০১৫ শনিবার

/ডিএইচ

জিসান আহমেদ নান্নু

Share