কচুয়া উপজেলার দূর্গাপুর গ্রামে রবিবার রাতে পুকুর লিজ দেয়াকে কেন্দ্র করে হামলায় বাবা ছেলেসহ ৩জনকে আহত করা হয়েছে। আহতরা হচ্ছেন, আবুল কালাম,সোহাগ হোসেন ও হাবিব উল্যাহ। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত আবুল কালাম বাদী হয়ে একই গ্রামের আলমগীর হোসেন,সাইফুল ইসলাম ও রবিউল ইসলামকে বিবাদী করে সোমবার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাদী আবুল কালাম জানান, নিজ গ্রামের একটি পুকুরকে সনমেয়াদে লিজ দেয়াকে কেন্দ্র করে আলমগীর হোসেন গংরা তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আহত আবুল কালাম,তার পুত্র সোহাগ ও হাবিব উল্যাহকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে আবুল কালামের অবস্থা আশংকা জনক।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান,দূর্গাপুর গ্রামে হামলা ও মারধরের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি এসআই সুদীপ্ত শাহিনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কচুয়া প্রতিনিধি, ৫ সেপ্টেম্বর ২০২২