চাঁদপুরের কচুয়া উপজেলার আইনপুর পাঠান বাড়ির মো. ওসমান গনির মালিকাধীন একটি পুকুরে শত্রæতার জের ধরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
এতে পুকুর মালিক ওসমান গনির প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
জানা গেছে, শনিবার রাতের কোন এক সময়ে কে-বা কাহারা শত্রæতার জেরধরে বাড়ী সংলগ্ন পূর্ব পাশের পুকুরে বিষ ঢেলে তার চাষকৃত ২৪ শতাংশ পুকুরের কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির প্রায় ১ লক্ষাধিক টাকার মাছ ক্ষতিসাধন করে।
আইনপুর গ্রামের মৃত আবু তাহের পাঠানের পুত্র ওসমান গনি জানান, ইতিপূর্বেও একটি অজ্ঞাত দল তার অপর একটি পুকুরের মাছ ধরে নেওয়ার, পুকুরের পারের বেরি নষ্ট করা সহ বিভিন্নভাবে ক্ষতি সাধন করে আসছে। এতে ওসমান গনির পরিবারে বিভিন্নভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে। বিষয়টি জরুরী ভিত্তিতে স্থানীয় প্রশাসন তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur